Random Posts

আজ রোববার ভেড়ামারায় ২জনসহ জেলায় ৭৭ জন নতুন করোনা রোগী শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০২ আগস্ট  ২০২০ রোববার কুষ্টিয়া ২১২ জনের মধ্যে জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৪৭ জন, দৌলতপুর উপজেলার ৫ জন, কুমারখালী উপজেলার ১৬ জন, খোকসা উপজেলার ৩ জন,  ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলার ৪ জনসহ মোট কুষ্টিয়ায় মোট ৭৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। 
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ  গোডাউন মোড় পাড়ায় আঃ রহিম ও ভেড়ামারায় সাফিন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪৭ জনের ঠিকানাঃ   কমলাপুর ১ জন, কোর্টপাড়া ৫ জন, ঢাকা ঝালোপাড়া ১ জন, আলামপুর ৪ জন,  পশ্চিম মজমপুর ১ জন, পেয়ারাতলা ২ জন, সাদ্দাম বাজার মোড় ২ জন, আড়ুয়াপাড়া ৭ জন, মাগুরা ২ জন, উত্তর লাহিনী ১ জন, পিটিআই রোড ১ জন, হাউজিং ১ জন, আমলা পাড়া ৪ জন, সনো হাসপাতাল ১ জন, দাদাপুর ১ জন, নগর মোহাম্মাদপুর ১ জন, কুষ্টিয়া সদর ১ জন, হাউজিং বি-ব্লক ৩ জন, মঙ্গল বাড়িয়া ১ জন, চৌড়হাস ১ জন, থানা পাড়া ১ জন, উদিবারি-মজমপুর ১ জন, কে. জি. এইচ ২ জন, বড় বাজার ১ জন ।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ দৌলতপুর ২জন, খলিসাকুন্ডি ১ জন, রিফায়েতপুর ১ জন, বাহিরমাদি-ফিলিপনগর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানাঃ
ভালুকা- পান্টি ১ জন, খয়েরবাড়িয়া-পান্টি ১ জন, শ্রীপুর-চাঁদপুর ১ জন, ইসলামী ব্যাংক কুমারখালী ২ জন, তেবাড়িয়া ১ জন, বাটিকামারা ১ জন, কুন্ডু পাড়া ১ জন, সারকান্দি ৫ জন,  কুমারখালী ২ জন, শিলাইদহ ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ
কচুবাড়িয়া ১ জন, নওপাড়া ২ জন, মিরপুর ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ কমলাপুর- জানিপুর ১ জন, উথিল জয়ন্তীহাজরা ২ জন।

Post a Comment

0 Comments