কুমারখালীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু
কুমারখালী প্রতিনিধি \ কুমারখালী চর জগন্নাথপুর গ্ৰামে মোছাঃ খাদেজা খাতুন (৪০) স্বামী: সামছুল বিশ্বাস (৪৫) পিং- আকাম উদ্দিন, সাং- চর জগন্নাথপুর। খাদেজা নামে এক গৃহবধূ মৃত্যু বরণ করেছে। খাদেজা পরিবারের দাবি স্বামী ও ভাশুরের নির্যাতন করে গলায় দড়ি দেয় গত ২০ আগষ্ট। কিন্তু খাদেজার পরিবারের দাবি স্বামীর বাড়ির লোকজন খাদেজা কে যৌতুকের জন্য মারপিট করে গলায় ফাঁস দেওয়ার নাটক সাজিয়েছে। খাদেজার চিকিৎসা জন্য বিভিন্ন হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা করান তার পরিবার। নিহতের ভাই হানিফ প্রামাণিক জানান আমার বোনের ৯ বছর আগে বিয়ে হাওয়ার পর থেকে যৌতুক জন্য মারপিট করতো স্বামী সামসুল বিশ্বাস। ২৭ আগষ্ট বিকেলে খালেজা কুমারখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এই বিষয়ে কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন ২৬ আগষ্ট একটি নারী নির্যাতন ও যৌতুকের জন্য একটি মামলা হয়েছে। এখন যেহেতু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে।
ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Post a Comment