Random Posts

আজ রোববার ভেড়ামারায় ১৯ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত ৬ \ মৃত্যু-১\ উপসর্গে মৃত্যু-১

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ করোনা ভাইরাস খারাপ দিকে মোড় নিচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা। ভেড়ামারা উপজেলায় ১৯ নমুনায় আজ রোববার করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৬ জন, (একজন মৃত ব্যক্তি, শেখ ফিদেল হাসান), করোনা উপসর্গ নিয়ে ভেড়ামারা শহরের রথপাড়ায় বিশিষ্ট ব্যাবসায়ী রহমান রোববার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছে। ভেড়ামারা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তরা হলো, পৌর এলাকার দক্ষিণ রেল গেট এলাকার মাহমুদা খাতুন (৫০), মহিউদ্দিন (৬৫), রথপাড়ার রুবাইয়া খাতুন (১৬), নওদাপাড়ার জেসমিন খাতুন (৪৮),মহিদুল ইসলাম (৫৩)।
শুনতে খারাপ লাগলেও সত্যি, ঈদের মানুষের আগমনের ফলে এ খারাপ অবস্থা। অনেকেই ভাইরাস ছড়িয়ে গেছে আর আমরা আবারও সমস্যার সম্মুখীন হচ্ছি। ইতোমধ্যে করোনাভাইরাস বা উপসর্গ নিয়ে এ উপজেলায় মারা গেছে ৬ জন। নিজে বা পরিবারের নিরাপদ থাকার একমাত্র উপায় সচেতন থাকা, বাহিরে গেলে মাস্ক ব্যবহার করা, ভীড় এড়িয়ে চল।

Post a Comment

0 Comments