চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের নদীতে নৌকা ডুবে যায়।
নিহতরা হলেন, সাহেবনগর গ্রামের রসুল মন্ডলের স্ত্রী সেলিনা খাতুন (৩২) ও বড় ছেলে সিয়াম (১২)। নৌকায় থাকা রসুল মন্ডল (৪২) ও ছোট ছেলে সাগর (৯) প্রাণে বেঁচে যায়।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, ছোট নৌকায় চড়ে চারজন পদ্মার চরের তালতলা ঘাট থেকে সোনাতলা সাহেবনগর এলাকা যাওয়ার সময় সাহেবনগরে তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। রসুল মন্ডল তার ছোট ছেলে সাগরকে নিয়ে সাঁতরিয়ে তীরে উঠতে পারে। পরে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করে।
0 Comments