Random Posts

ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় ও মওলাহাবাসপুরে পাট-আখ-ধান ও সবজি ক্ষেত ব্যাপক ক্ষতি

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কয়েক দিনের ভারী বর্ষনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ক্ষেমিরদিযাড় ও মওলাহাবাসপুরে নিম্ম অঞ্চলের পাট,আখ,ধান ও সবজি ক্ষেত ডুবে গেছে।এ অঞ্চলের চাষীরা এই সময়ে মৌসুমী ফসলের চাষ করে তাকে। ভিন্নরুপ দেখা গেছে এবছর। গত ২০ বছরের মধ্যে এমন ভারী বর্ষণ হযনি বলে কৃষকরা জানান। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে আখ ও পাট চাষীরা। আলাউদ্দিন নামে এক আখ চাষী জানান, আমার ৩৫ বিঘা আখের মধ্যে ২৫ বিঘা আখ ডুবে গেছে। এসব আমি ঋণ করে আবাদ করছিলাম আমার সব শেষ।তার মতই এক পাট চাষী তার দুঃখ দুর্দশার কথা জানান। তার ১০ বিঘা পাটের মধ্যে ৮ বিঘা পাট নষ্ট হয়ে গেছে। সেও পাট চাষ করার জন্য ঋণ নিয়েছিল। এখন তারা সরকারের সাহায্য সহযোগিতা না পেলে তাদের পথে বসতে হবে। এজন্য তারা তাদের ক্ষতি পূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।তবে খুব দ্রুত তারা তাদের ক্ষতি লাঘব করতে চান।তা নাহলে তারা আবাদ করতে আর সক্ষম হবেন না।তবে আর্থিক সহযোগিতা পেলেই তারা পূর্বের মত আবাদ করতে সক্ষম হবেন।

Post a Comment

0 Comments