চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারায় করোনায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫জন শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তরা হলেন, নওদাপাড়ার আলমগীর হোসেন (৪১), পৌরসভার রথপাড়া এলাকার একই পরিবারের অপরূপা কুন্ডু (২৪) বিপুল কুন্ডু ( ৪০) , বাপ্পা কুন্ডু (২৫) , প্রভাতী রানী কুন্ড ( ৫৫ ) । গ্রীনজোন থেকে রেডজোনের আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন। আপনি সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন, আপনি সচেতন হোন অন্যকে সচেতন করুন।
0 Comments