Random Posts

কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী করোনায় আক্রান্ত


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আনোয়ার আলী (৭৫) করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ আগষ্ট) রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে। আনোয়ার আলীর ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (০৭ আগষ্ট) তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন তার পবিবারের সদস্যরা। মুক্তিযোদ্ধা আনোয়ার আলী সম্প্রতি তাঁর জ্বরসহ করোনা উপসর্গ দেখা দিলে তিনি বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। একই সঙ্গে তাঁর ছেলে পারভেজ আনোয়ার ও (৪২) নমুনা পরীক্ষা করাতে দেন। বৃহস্পতিবার রাতে দুজনেরই নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়।

এদিকে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে মেয়র ও তাঁর ছেলেসহ নতুন মোট ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৪ জন।

Post a Comment

0 Comments