আজ সোমবার ভেড়ামারায় ১১ জন করোনা রোগী শনাক্ত \ ভয়াবহ অবস্থা
চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ আজ সোমবার ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে (৭৬ নমুনায়)। দিন দিন বেড়েই চলেছে রোগীর সংখ্যা। এখনই দ্রæত ব্যবস্থা না নিলে এর কড়া মাসূল দিভে হবে ভেড়ামারাবাসীর। রোগের ভয়াবহতা বাড়ার কারনে শুরু হয়েছে লাশের মিছিল। যারা আক্রান্ত হয়েছে সে সহ তার পরিবার কে লকডাউন এর মধ্যে না নিয়ে আসলে ছড়িয়ে পড়তে পারে সবার মাঝে। মত সাধারণ মানুষের। যাদের করোনার উপসর্গ দেখা দিচ্ছে তাদেরকে হোম কোয়ারান্টাইন এ চলে যেতে সবাইকে ভূমিকা পালন করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।
ভেড়ামারার ১১ জন করোনা রোগীর নাম ও ঠিকানা মাওলা হাবাসপুরের সেকেন্দার আলী (৪০), ১৬দাগের মাসুমা মজিদ,(৫৫) সাবিনা ইয়াসমিন (৪৮), বামনপাড়ার আইনুর নাহার (৫৩), নাছরিন সুলতানা (২৪), চাঁদগ্রামের মিনারা পারভীন(৫০), সোহরাব উদ্দিন (৫৫), বাধপাড়ার হৃদয় প্রামানিক (২০), ফারাকপুরের আমিনুর রহমান (৫৫), নওদাপাড়ার তাহমিনা আক্তার (৩৮) ভেড়ামারার ইব্রাহিম(৫৭)।
ভেড়ামারার ১১ জন করোনা রোগীর নাম ও ঠিকানা মাওলা হাবাসপুরের সেকেন্দার আলী (৪০), ১৬দাগের মাসুমা মজিদ,(৫৫) সাবিনা ইয়াসমিন (৪৮), বামনপাড়ার আইনুর নাহার (৫৩), নাছরিন সুলতানা (২৪), চাঁদগ্রামের মিনারা পারভীন(৫০), সোহরাব উদ্দিন (৫৫), বাধপাড়ার হৃদয় প্রামানিক (২০), ফারাকপুরের আমিনুর রহমান (৫৫), নওদাপাড়ার তাহমিনা আক্তার (৩৮) ভেড়ামারার ইব্রাহিম(৫৭)।
Post a Comment