Random Posts

আজ শনিবার ভেড়ামারায় ৪ জনসহ জেলায় ১১ জন নতুন করোনা রোগী শনাক্ত \ ২ জনের মৃত্যু

চেতনায় কুষ্টিযা প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০৮ আগস্ট  ২০২০ শনিবার কুষ্টিয়া ৬৫ জনের মধ্যে জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৬ জন,  কুমারখালী উপজেলার ১  জন ও ভেড়ামারা উপজেলার ৪ জনসহ কুষ্টিয়ায় মোট ১১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ
রথ পাড়া ১ জন সানোয়ার রহমান, কলেজ পাড়া ১ জন বিন রাশেদ, জগশ্বর ১ জন মাহাবুল হাসান ও গোলাপ নগর ১ জন। কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানাঃ  ঈদগা পাড়া ১ জন, ডিসি অফিস ৩ জন, মোল্লা তেঘোরিয়া -জিয়োরখি ১ জন ও  লাহিনী ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ উত্তর মিরপুর-চাপড়া ১ জন।
এখন পর্যন্ত  কুষ্টিয়ায় মোট করোনা পজিটিভ রোগী ১৯৮১ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৩৭১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৪০ জনের (আজকে  কুষ্টিয়ার ২ জনের করোনায় মৃত্যু হয়েছে)
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

Post a Comment

0 Comments