Random Posts

ভেড়ামারায় ২জনসহ জেলায় ২৩ জনকে করোনা পজিটিভ শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১২৮ জনের করোনার নমুনা সংগ্রহ করে। জেলায় বুধবার নতুন করে ২৩ জনকে ''করোনা পজিটিভ'' বলে শনাক্ত করা হয়েছে ।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ১০ জন, ভেড়ামারায় ২ জন তারা হলেন, বাহাদুরপুরের রকি,মওলাহাবাসপুরের আনোয়ার আলী মোজাম্মেল  মিরপুরে ১ জন, কুমারখালীতে ৭ জন, খোকসায় ৩ জন ।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ১৭ জন, মহিলা ৬ জন। কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১২৯৩ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।

Post a Comment

0 Comments