Random Posts

সুগার মিলের ভেড়ামারা সাবজোনে বৃষ্টির জলবদ্ধতায় মাঠের আখ নষ্ট হচ্ছে

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ ভেড়ামারা সাবজোনের অন্তর্গত ২০১৯-২০পণ মৌসুমে ২৪৯৯ একর আখ রোপণ করা হয়েছিল কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির পানির পানিতে সাবজোনে ৬৮১ একর জমির আখ পানিতে ডুবে গিয়েছে। এর মধ্যে ৮৫ একর জমির আখ সম্পর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সাবজোনের ক্ষেমিরদিয়ার, দামুকদিয়া ২, ভেড়ামারা, বাগগাড়ি, রায়টা, দামুকদিয়া ১, কেন্দ্রগুলো  সরেজমিনে   ঘুরে এর বাস্তব চিত্র দেখা যায়। চাষীদের সাথে কথা বলে নানা দুঃখ, দূর্দশা, হতাশার কথা শোনা যায়। সিরাজ নামে এক আঁখ চাষী জানান আমার ৪ বিঘা আখের সব ডুবে গেছে, আমি ঋণ করে আবাদ করেছিলাম, আমার সব শেষ। সরকার সাহায্য সহযোগিতা না করলে পথে বসতে হবে।
আখ নষ্ট হওয়ার ফলে ভেড়ামারা সাবজোনে আগামী মাড়াই মৌসুমে লক্ষ্য মাত্রা অনুযায়ী আখ সরবরাহ হবে না বলে চাষীদের মন্তব্য।

Post a Comment

0 Comments