Random Posts

মিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান তন্ময় (৩৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার দুপুরে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের সড়কের বহলবাড়ীয়া সেন্টার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুজ্জামান তন্ময় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলে কলস্টেবল পদে কর্মরত ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুপুরে তন্ময় মোটরসাইকেলযোগে ভেড়ামারা থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে কুষ্টিয়াগামী একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

Post a Comment

0 Comments