Random Posts

আজ বুধবার ভেড়ামারায় ২জনসহ মোট ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০৮ জুলাই ২০২০ মোট বুধবার কুষ্টিয়া ১৬৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, খোকসা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ১৬ দাগ এলাকার জহুরুল হকের ছেলে বাবুল হোসেন ও জগশ্বর এলাকার মৃত সাইদুর রহমানের স্ত্রী  মহফুজা রহমান।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানা পূর্ব মজমপুর ১ জন,  চৌড়হাস ১ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কোর্টপাড়া ১ জন, বড়াইলছাড়া ১ জন, কেজেএইচ ১ জন, পিয়ারাতলা ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ৪ জন, বটতৈল ১ জন, সনো হসপিটাল ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পুরাতন কুষ্টিয়া ১ জন, হরিশংকরপুর ২ জন, জুগিয়া ১ জন, মজমপুর ১ জন, কেসওয়ালি পাড়া মোহিনি মিল ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা খা পাড়া, পাইলট স্কুল, মাস্টারপাড়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মিরপুর ৬। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা রাজিনাথপুর, কাদিরপুর।

Post a Comment

0 Comments