Random Posts

ভেড়ামারায় ১ জনসহ জেলায় ৮ জন নতুন করোনা রোগী শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৭ জুলাই ২০২০ সোমবার কুষ্টিয়া ৫৫ জনের মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ১ জন, খোকসা উপজেলার ২ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ মোট ৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভেড়ামারা  উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ঃ ক্ষেমিড়দিয়ার গ্রামের সাদ আহমেদ (৪৬)
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ কে. জি. এইচ ১ জন  ও কবুরহাট জগতি ১ জন।  দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ   পিয়ারপুর ১ জন ও রেফায়েতপুর ১ জন। খোকসা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানাঃ কালিবাড়ী ১ জন ও মাষ্টার পাড়ায় ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ হাসপাতাল পাড়া ১ জন।

Post a Comment

0 Comments