Random Posts

ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবিতে মৃত ৪জন পরিবারকে আর্থিক সহায়তা

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ৪ জন কুমারখালী পদ্মায় নৌকাডুবিতে মৃত হওয়ায় তাদের পরিবারের প্রত্যেকের মাঝে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে ১০,০০০(দশ হাজার) টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ তাদেরকে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ হতে সহায়তা কার্ড করে দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যকে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারার ১৩ জন শ্রমিকসহ ইঞ্জিনচালিত একটি নৌকা পদ্মা নদী পাড়ি দিয়ে কুমারখালী অভিমুখে আসছিল। এসময় বৈরী আবহাওয়া এবং প্রবল ঢেউ ও স্রোতের টানে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ১৩ জন শ্রমিকের মধ্যে নয় জন সাঁতরে প্রান রক্ষা করতে সক্ষম হলেও বাঁকী চার শ্রমিক পানির তোড়ে ভেসে নিখোঁজ হন। নিখোঁজ ৪ জন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জামালপুর গ্রামের জুয়েল(৩৫), জাকির(৩২), শরিফুল(৩৫) ও জুবায়ের(৩৩) লাশ উদ্ধার করে।

Post a Comment

0 Comments