চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারের মৃত হিঞ্জিলার ছেলে মানসিক প্রতিবন্ধি কাজল হোসেন (১২) গত ২৬/০৭/২০২০ ইং তারিখে নিজবাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় সাধারন ডায়রি করেছে। যার নং ১১৯৯ তাং ২৭/০৭/২০২০ ইং। কেউ সন্ধান পেলে তার মা মিনু খাতুন মোবাইল নম্বর ০১৭১২৬৪৮৩৯৫ যোগাযোগ করার জন্য বলা হলো।
0 Comments