Random Posts

সোমবার ভেড়ামারায় ৩ জনসহ জেলায় ৪৩ জনকে করোনা পজিটিভ শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার কুষ্টিয়ার ১৯৪ জনের নমুনার রেজাল্ট প্রদান করেন। কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৪৩ জনকে ''করোনা পজিটিভ'' বলে শনাক্ত করা হয়েছে । এছাড়া ৭ জনের রিপোর্ট ফলোআপ পজেটিভ ।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৫ জন , ভেড়ামারায় ৩ জন,  মিরপুরে ১ জন, , কুষ্টিয়া সদরে ২২ জন্‌, কুমারখালীতে ১০ জন, খোকসায় ২ জন । নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৩২ জন, মহিলা ১১ জন।
কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১২৩৬ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
ভেড়ামারায় ৩ জন নতুন করোনায় আক্রান্ত। তারা হলেন, ভেড়ামারার চর মোকারিমপুর এলাকার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর, ১৬ দাগ এলাকার সোলাইমানের ছেলে নূর আলম ও মওলাহাসপুর এলাকার নুরুল আমিনের স্ত্রী সায়মা বানু।

Post a Comment

0 Comments