Random Posts

মিরপুর থানা পুলিশের অভিযানে ১০ জুয়াড়ী আটক, আদালতে প্রেরন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ শুক্রবার রাতে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের একটি দল উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের জান্নান মণ্ডল (৪৫) এর বাড়ীতে বসে জুয়া খেলার অপরাধে ১০ জনকে আটক করেন। এ সময় জুয়ার আসর থেকে ৩ সেট তাস ও নগদ ১১ হাজার ৩ শত ৫৬ টাকা উদ্ধার করা হয় বলে জানা যায়
গ্রেফতার অভিযানে ছিলেন,এসআই পার্থ শেখর ঘোষ, প্রশান্ত কুমার বিশ্বাস, এএসআই মেহেদী হাসান, এএসআই শাকিল,এএসআই আব্দুস সবুর ও এএসআই হামিদুল ইসলাম।
গ্রেফতারকৃত ১০ জুয়াড়িরা হলোঃ মৃত সফির উদ্দিন মণ্ডলের ছেলে জান্নান মণ্ডল (৪৫), মৃত হেদায়েত মালিথার ছেলে আব্দুস সালাম (৪৩), দুলাল (৪০), মৃত মঈনুদ্দিন মণ্ডলের ছেলে সেলিম আলী (২৮), মৃত আফজাল মণ্ডলের ছেলে ঝন্টু (৩৫), আবুল মীরের ছেলে উজ্বল মীর (৩০), মহম্মদ বিশ্বাসের ছেলে আজাদুল ইসলাম (৩২) সর্ব সাং নওদা বহল বাড়ীয়া। এছাড়াও খাদিমপুর গ্রামের মৃত মংলা মণ্ডলের ছেলে আসাদুল মণ্ডল (৩৬), গফুর প্রামাণীকের ছেলে খালেক প্রামানীক (৪৫) ও বহলবাড়ীয়া গ্রামের মৃত রবি প্রামানীকের ছেলে আজিজুল প্রামানিক (৩৬)।
আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ১২।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আটক ১০ জুয়াড়ীর বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments