Header Ads

ভেড়ামারায় বৃষ্টির পানিতে ফসল তলিয়ে গেছে \\ হিসনা নদীর বাঁধ কাটার দাবী

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় মওলার বিল, বিলশুকাসহ অন্যান্য বিল এলাকার মাঠের ফসল গুলো বৃষ্টির পানিতে ডুবে গেছে। কৃষকদের মাথায় হাত। হিসনা নদীতে একাধিক বাঁধ থাকার কারণে মাঠের ফসল ডুবে গেছে। বৃষ্টির পানি বের না হওয়ার জায়গা থাকায় নিম্ম অঞ্চলের অনেক বাড়ি পানিতে ডুবে গেছে। বৃষ্টির পানি কারণে অনেক পুকুরে মাছ ভেসে গেছে। মৎস্যচার্ষীরা ক্ষতি গ্রস্থ হয়েছে। এলাকাবাসীর দাবী হিসনা নদীর বাঁধ গুলো কেটে দিলে মাঠের ফসল রক্ষা পাবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

No comments

Powered by Blogger.