Random Posts

মিরপুর অগ্রণী ব্যাংক শাখার গাফিলতিতে শ্রান্তি ভাতা বঞ্চিত হলো প্রাথমিকের শিক্ষকরা

হুমায়ুন কবির হিমু  \\ কুষ্টিয়ার মিরপুর অগ্রণী ব্যাংক শাখার গাফিলতিতে মিরপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেশকিছু শিক্ষক ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। এতে শেষ অর্থবছরে বঞ্চিত শিক্ষকদের জন্য সরকারী বরাদ্দ ৭লক্ষ ৩১ হাজার টাকা ফেরত গেল। ব্যাংক কতৃপক্ষের গাফিলতিতে ভাতা বঞ্চিত শিক্ষকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ৩ বছর পরপর প্রাথমিকের শিক্ষকরা বেতনের বেসিক সমপরিমান রিক্রেয়েশন বা শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্য হয়। মিরপুর উপজেলার সোনালী ব্যাংক মিরপুর শাখা, আমলা শাখা, হালসা শাখা, পোড়াদহ শাখা, রুপালী ব্যাংক মশান শাখা ও অগ্রণী ব্যাংক মিরপুর শাখা থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন প্রদান করা হয়। এরমধ্যে শুধুমাত্র অগ্রণী ব্যাংক মিরপুর শাখার গাফলতির কারনে ওই ব্যাংকে প্রাথমিকের যে সমস্ত শিক্ষকের একাউন্ট আছে তারা ছাড়া বাকী উল্লেখিত শাখাগুলোতে যাদের একাউন্ট আছে তাঁরা নির্ধারিত সময়েই শ্রান্তি বিনোদন ভাতা উত্তোলন করতে পেরেছেন।

Post a Comment

0 Comments