চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ১৩৮ জনের টি নমুনা মধ্যেজেলায় নতুন করে ৩৩ জনকে ''করোনা পজিটিভ'' বলে শনাক্ত করা হয়েছে । নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ২ জন, কুমারখালীতে ৯ জন, মিরপুরে ৩ জন, কুষ্টিয়া সদরে ১৭ জন ।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৬ জন, মহিলা ৭ জন।ভেড়ামারায় করোনা রুগী ২জন। ভেড়ামারা কলেজ পাড়ার এনামুল হকের েেছলে ও ভেড়ামারা ডিগ্রী কলেজ ইসলামের ইতিহাস'র প্রভাষক এ. কে. ফজলুল হক শাহীন ও ১৬দাগের তোজ্জামেল হকের ছেলে তৌহিদুল ইসলাম।কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১০৩ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।★ উপজেলা ভিত্তিক রোগী সনাক্তদৌলতপুর ১৩৬, ভেড়ামারা ৯৭, মিরপুর ৬০, সদর ৬১৬, কুমারখালী ১৫৯, খোকসা ৩৫★পুরুষ রোগী ৮০৪ জন, নারী ২৯৯ জন★সুস্থ হয়েছেন মোট ৬২০ জন
উপজেলা ভিত্তিক সুস্থ ৬১৮ জন (দৌলতপুর ৮৩, ভেড়ামারা ৮৩, মিরপুর ৪০, সদর ৩২২, কুমারখালী ৬৭, খোকসা ২৩) বহিরাগত সুস্থ ২ জন ★বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪১৯ জন। ★হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন। ★মৃত - ২১ জন (কুমারখালী -৪, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ১৫ )। মৃত পুরুষ ১৭জন, মহিলা ৪ জন।
0 Comments