Random Posts

আজ শুক্রবার কুষ্টিয়ায় ৪৩ জন নতুন করোনা রোগী শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১৭ জুলাই ২০২০ শুক্রবার কুষ্টিয়া ১৪২ জনের মধ্যে জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩১ জন, দৌলতপুর উপজেলায় ৭ জন, মিরপুর উপজেলায় ১ জন, খোকসা উপজেলার ২ জন ও কুমারখালি উপজেলার ২ জনসহ মোট ৪৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩১ জনের ঠিকানা থানাপাড়া ১ জন, উপজেলা রোড ২ জন, দেশওয়ালি পাড়া ১ জন, কোটপাড়া ১ জন, মোনামি টাওয়ার ১ জন, সিভিল সার্জন অফিস ১ জন, আমলাপাড়া ২ জন, কেজিএইচ ২ জন, চৌড়হাস ১ জন, জুগিয়া ১ জন, জগতি ১ জন, চোরাইকোল ১ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পূর্ব মজমপুর ১ জন, খাজানগর ১ জন, সুইপার কলোনী ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, উদিবাড়ি ২ জন, ফুলতলা ১ জন, পিয়ারপুর ১ জন, কুমারগাড়া ১ জন, আদর্শপাড়া ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা এলজিইডি অফিস ৫ জন, হলুদবাড়িয়া ১ জন, বিনদিপুর ১ জন।
খোকসা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা নগরপাড়া, খোকসা। কুমারখালী উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ওয়াসি ও চাপড়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পোড়াদহ।

Post a Comment

0 Comments