চেতনায় কুষ্টিযা প্রতিবেদক \ আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মাদক সকল প্রকার নাশকতা রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুরে মিরপুর থানা পুলিশের উদ্যোগে মিরপুর থানা চত্ত¡র থেকে এক র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসহ আমলা বাজার প্রদক্ষিণ শেষে থানা চত্ত¡রে এসে র্যালিটি শেষ হয়।
বিশেষ এ মহড়ার নেতৃত্ব দেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মাদক সকল প্রকার নাশকতা রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় এ মহড়া করা হয়। সেই সাথে উপজেলাব্যাপি মাদক বিরোধী র্যালিও করা হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন মিরপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, সেকেন্ড অফিসার পার্থ শেখর ঘোষ, এসআই প্রশান্ত কুমার সাহা, আশরাফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আবুল কালাম আজাদ, আতিকুর রহমান, রশিদুল ইসলাম, মুন্সি মফিজুর রহমান, আব্দুর রশিদ, পিএসআই সালাউদ্দিন খাঁন, শাহীনুর রহমান, এএসআই আশরাফুল ইসলাম, আবু তাহের, সোহাগ মিঞা, রিপন হোসেন, শাকিল বিশ্বাস, মেহেদী হাসান, গোলাম কাউসার, দুলাল হোসেন, শাহীন হোসেনসহ একদল পুলিশ সদস্যরা অংশ নেন।
0 Comments