চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ বিনোদন কে না পছন্দ করে। ব্যস্ততার জীবনে কর্মুক মানুষগুলোকে প্রাণবন্ত রাখতে জীবনে বিনোদন থাকাটা জরুরী। তা হতে পারে গান,নাচ কিংবা নাটক। ভেড়ামারা বাসী নিঃসন্দেহে বিনোদন প্রিয়। তাদের বিনোদনের মাত্রাটা আর একটু বাড়াতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আসছে এক গ্রাম্য নাটক।
দাদা ফিল্ম'স এর প্রযোজনায়,একটি গ্রাম্য গল্প নিয়ে নির্মিত বাংলা কমিডি নাটক, বিয়ে পাগল গেদু (Biye Pagol Gedy) যেখানে অভিনয় করেছে ভেড়ামারার'ই কিছু চেনা মুখ। জায়িদ সাবিত প্রান্ত,ফারজানা মিমি,সুমাইয়া আমিন মুন,মোঃ নাজমুল হুসাইন, নাঈম কিবরিয়া সজল, মোঃ মোমিনুল ইসলাম, মুঞ্জুয়ারা ইসলাম,আব্দুল্লাহ আল ফাহিম, সিয়ান সাবিত জিম সহ আরও অনেকেই। দেখবেন আগামী ২৪শে জুলাই ইং রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা। www.youtube.com/JaeidSabitPranto ✍️ এই চ্যানেল এ। রচনা ও পরিচালনায়: মোঃ হৃদয় হোসেন, প্রযোজক : মোঃ আরিফুল ইসলাম আরিফ। এবং ক্যামেরাতে ছিলেন: মোঃ হাবিবুর রহমান। সকলকে দেখার আমন্ত্রণ। আশা করি সকলের ভাল লাগবে । গ্রামের সহজ সরল বোকা টাইপের ছেলে গেদু, তার সরলতাল সুযোগ নিয়ে সবাই তার সাথে হাসি ঠাট্টা আর রঙ রসিকতা করে । গেদুর মাথায় ভুত চাপে গেদু বিয়ে করবে কিন্তু সে কোন কাজ কর্ম করতে নারাজ। পক্ষান্তরে রয়েছে গ্রামের খেটে খাওয়া মানুষের লুকায়ির কিছু গল্প। এদিকে গেদুর ভালবাসার মানুষ জবার সাথে হয়ে চলেছে নানান ঝুট ঝামেলা । পরিশেষে গেদু তার নিজের বিয়ের জন্য কি করতে পারে? সেটা জানতে হলে দেখতে হবে “বিয়ে পাগল গেদু”।
2 Comments
We are strongly waiting to watching this Drama.
ReplyDeleteChannel Link: https://www.youtube.com/JaeidSabitPranto
hopefully this drama will be BOOM!! in YouTube:
ReplyDeleteclick and watch this drama: https://www.youtube.com/JaeidSabitPranto
Jaeid Sabit Pranto