Random Posts

আজ বৃহস্পতিবার ভেড়ামারায় ১ জনসহ জেলায় মোট ৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার কুষ্টিয়া ১৭৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৮ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, কুমারখালি উপজেলার ১৭ জন, ভেড়ামারা ১ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
 ভেড়ামারার বাহিরচর ইউপির ১২দাগ গ্রামের চাঁদ আলীর ছেলে সেরেকুল (৪০) করোনা পজিটিভ ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের ঠিকানা হাউজিং এ ব্লক ১ জন, জুগিয়া ২ জন, থানাপাড়া ২ জন, কাস্টমস মোড় ১ জন, পূর্ব মজমপুর ১ জন, চৌঢ়াস ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ১ জন, শিমুলিয়া ১ জন, বাড়াদি ১ জন, হাউজিং ১ জন, কালিশংকরপুর ১, গোসালা রোড ১, মঙ্গলবাড়িয়া ২ জন, কবুরহাট ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা দৌলতপুর, জয়রামপুর, কল্যাণপুর।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খন্দকবাড়িয়া।
কুমারখালি উপজেলার আক্রান্ত ১৮ জনের ঠিকানা মহেন্দ্রপুর ১ জন, কামারকান্দি ১ জন, বাটিকামড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, নগরসুতা, চাপড়া ৪ জন, গোপগ্রাম ১ জন, তেবাড়িয়া ১ জন, অগ্রণী ব্যাংক ৩ জন, আগারকুণ্ড ১ জন, হাসিমপুর ১ জন, ইলংগি ১ জন, সারকান্দি ২ জন।

Post a Comment

0 Comments