Header Ads

বেসরকারি শিক্ষকদের জুন মাসের এমপিওর চেক ছাড়

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ২০ জুলাই। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (বসরং.মড়া.নফ) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

No comments

Powered by Blogger.