Random Posts

ভেড়ামারায় এসএসসি ৮৬ ব্যাচ’র উদ্যোগে করোনা কালিন মৃত ব্যাক্তিদের জন্য খাঁটিয়া প্রদান

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা কে পৌর কার্যলয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এসএসসি ৮৬ ব্যাচ এর বন্ধুদের আর্থিক সহযোগিতায় করোনা কালিন মৃত ব্যাক্তিদের লাশের ব্যবহারের জন্য একটি খাঁটিয়া তুলে দেন। ভেড়ামারার এসএসসি ৮৬ ব্যাচ এর বন্ধুদের মধ্যে আর্থিক সহযোগিতা করেছেন, নাসির উদ্দিন, মাহাবুল আলম বিশ্বাস, মনির উদ্দিন মনির, রফিকুর ইসলাম তড়িৎ শহিদুল ইসলাম, মাহামুদুর রহমান মাহমুদ, আরিফ, ডাঃ মিন্টু, রবি, কাওছার, কুমকুম, রফিকুল ইসলাম মুকুল, মহিদুল ও আনিসুর রহমান।

Post a Comment

0 Comments