Random Posts

ভেড়ামারায় এসএম আনছার আলী'র সহধর্মিণী মিনা খাতুন আর নেই \ হাসানুল হক ইনু’র শোক

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী'র সহধর্মিণী মিনা খাতুন (৪৫) শুক্রবার রাত ৯টা২৭ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। তিনি হৃদরোগ, কিডনী রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃতুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০-৩০ মিনিটে কাজী হাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।
তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক অঅলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

Post a Comment

0 Comments