Random Posts

আজ শনিবার দৌলতপুর ও কুমারখালীতে ৬ জন নতুন করোনায় আক্রান্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ আজ শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার ৩৯ টি নমুনা ছিল। নতুন করে ৬ জনকে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৩ জন, কুমারখালীতে ৩ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা খয়েরচাড়া মাঠপাড়া ১, শেরকান্দি ২ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা দফাদারপাড়া ১, গঙ্গারামপুর২ জন। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ২ জন।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৫৪১ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)। গতকাল সনাক্ত হওয়া আরও একজন রোগী ফলোয়াপ পজেটিভ হওয়ায় তাকে হিসাব থেকে বাদ দেওয়া হল।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত, দৌলতপুর ৭৫, ভেড়ামারা ৭০, মিরপুর ৪১, সদর ২৬২,কুমারখালী ৭২, খোকসা ২১,পুরুষ রোগী ৪০৫, নারী ১৩৬, সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১৭৯ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ১৭৭ জন (দৌলতপুর ২৬, ভেড়ামারা ৩১, মিরপুর১৪, সদর৭১,কুমারখালী ২৪, খোকসা ১১) বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩২৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৬ জন। মৃত - ৭ জন (কুমারখালী -২, দৌলতপুর-১, ভেড়ামারা-১,কুষ্টিয়া সদর ৩ ) মৃত পুরুষ ৬, মহিলা ১।

Post a Comment

0 Comments