Random Posts

ভেড়ামারার হিসনা নদীতে পড়ে ২ শিশুর মৃত্যু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারার হিসনা নদীতে পড়ে ২ শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শিশু দুটি আপন চাচাত ভাই।
জানা যায়, শনিবার দুপুর ১টার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামে ক্ষেমিড়দিয়ার-মওলাহাবাসপুর ব্রিজ সংলগ্ন হিসনা নদীতে পড়ে দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন, ক্ষেমিরদিয়াড় গ্রামের  জিল্লুর রহমানের ছেলে মুরসালিন (৭) সুজন ইসলামের ছেলে আবরা (৬) । ঘটনায় এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ তথ্যটি নিশ্চিত করেছে।

Post a Comment

0 Comments