Random Posts

আজ বুধবার কুষ্টিয়ায় ২৮ জন নতুন করোনা রোগী শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৪ জুন ২০২০ বুধবার কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন ও মিরপুর উপজেলায় ২ জন মোট ২৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা হরিনারায়ণপুর ১ জন, পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ফুলতলা ৪ জন, আড়ুয়াপারা ৩ জন, থানাপাড়া ১ জন, টাউনহল ১ জন, নারকেলতলা ১ জন, কাশিন্দাপারা ১ জন, র‍্যাব ক্যাম্প ১ জন, দহকুলা সদর ১ জন, হাটশ হরিপুর ১ জন, এসিবি রোড ১ জন, বরগ্রাম ১ জন, পুলিশ হাসপাতাল ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা বাখৈ মহব্বতপুর।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনের ঠিকানা মহিষকুন্ডি, প্রাগপুর এবং অপর একজনের অবস্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর।
মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা বিল আমলা ১ জন, চকরাপাড়া মেহেরপুর সদর ১ জন।

Post a Comment

0 Comments