Random Posts

করোনায় ঢাকায় মৃত্যু, দাফন দৌলতপুরে

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে মারা যান কুষ্টিয়ার দৌলতপুরের শাজাহান আলী। পরে স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়ি দৌলতপুরে তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। বৃহস্পতিবার রাতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে এ দাফন সম্পন্ন হয়।
আজগর আলী জানান, অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি হন শাহজাহান আলী। বৃহস্পতিবার সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ দৌলতপুরের বাগোয়ান গ্রামে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে বাগোয়ান গ্রামের হিসনা কবরস্থানে করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়। মৃত শাজাহান আলী বাগোয়ান গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

Post a Comment

0 Comments