চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ বুধবার সন্ধ্যার পর ভেড়ামারার সাতবাড়িয়া গোরস্থান জামে মসজিদে অনাকাক্ষিত
ভাবে গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি ও অর্থ সম্পাদকের নাম ঘোষণাকে
কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শান্তি প্রিয় গ্রামবাসীর পক্ষে
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৯ জুন রোজ শুক্রবার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের অন্তর্গত সাতবাড়িয়া গ্রামে এক
অনাকাক্ষিত ঘটনা ঘটে। স্থানীয় গোরস্থানের বর্তমান কমিটি বহাল থাকলেও কুট
কৌশলের অংশ হিসেবে কুচক্রী মহল জুম্মার
নামাজের সময় অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণা করার প্রেক্ষিতে উদ্ভুত
পরিস্থিতিতে শান্তি প্রিয় গ্রামবাসীর পক্ষে ভেড়ামারা প্রেসক্লাবের
কনফারেন্স রুমে অাজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মলনে পেশকৃত বক্তব্য থেকে জানা যায় উক্ত ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি
অাহত হন। বাড়ি ঘর ভাংচুর, বোমার বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া
পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটার সময় অাইন শৃংখলা বাহিনী উভয় পক্ষকে নিরস্ত্র ও
ছত্রভঙ্গ করতে তাৎক্ষণিক ভুমিকা রাখেন। অাইন শৃংখলা রক্ষা বাহিনীর
সময়োপযোগী তৎপরতার কারনে বড় কোন অঘটন রোধ করা সম্ভব হয়েছে। ঘটনা
পরবর্তীকালে নানা কারনে এলাকাবাসীর মধ্যে অাতংক বিরাজ করছে। গোরস্থান
কমিটি ঘোষণা দেয়া না হলে এই সংঘর্ষ ঘটত না। কুচক্রী মহল তাদের স্বার্থ
সিদ্ধি করার অসৎ উদ্দেশ্যে বাস্তবায়নের নীল নকশার অংশ হিসেবে অাপামর
গ্রামবাসীকে চরম অনিশ্চয়তা ও প্রতিকুল পরিবেশের মুখোমুখি দাঁড় করিয়ে
দিয়েছে। যে কোন মুল্যে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের পূর্বেকার পরিবেশ
ফিরিয়ে অানতে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। মসজিদের
মুসল্লী মোঃ রহমত উল্লাহ রিপন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
0 Comments