Random Posts

ভেড়ামারায় ২৬ লাখ নকল বিড়িসহ আটক ৫

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারায় জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে বুধবার রাতে ২৬ লাখ অবৈধ বিড়িসহ ৫জন আটক করা হয়েছে। ভেড়ামারা থানা সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করা। উক্ত ভ্যানে ১১লাখ বিভিন্ন কোম্পানির নকল বিড়ি ও অবৈধ ব্যান্ডরোল (সরকারি রাজস্ব টিকেট) বিড়ি পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ড্রাইভারসহ ৩জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নাসিম (২৮), পিতা- খায়রুল হক, শামীম(২৯), পিতা আখতার আলী ও নাজমুল (২৬), পিতা নাদের প্রামানিক। সবার বাড়ি পাবনা জেলার নাদিরপুর এলাকায়। অপরদিকে উপজেলার বাহাদুরপুর ও গোলাপনগর এলাকায় অভিযান চালিয়ে ১৫লাখ অবৈধ ও নকল বিড়িও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার মৃত সিপার উদ্দিনের পুত্র মোস্তফা( ৪২)এবং বাহাদুরপুর মোল্লাপাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র হাসান(২৫)। ঘটনায় ভেড়ামারা থানায় দুটি মামলা হয়েছে।

Post a Comment

0 Comments