চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী ও কর্মীবান্ধব সুযোগ্য
সাধারণ সম্পাদক ও পৌরসভার বহুমূখী উন্নয়নের সারথী, জননন্দিত পৌরমেয়র
আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা আল্লাহতায়ালার অশেষ রহমত আর সর্বস্তরের মানুষের
দোয়া ও ভালোবাসায় আজ বৃহস্পতিবার করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।
ভেড়ামারা উপজেলার অন্যতম শীর্ষ ফ্রন্টলাইনার করোনাযোদ্ধা পৌরমেয়র আলহাজ্ব
শামিমুল ইসলাম ছানা'র করোনা নমুনা
পরীক্ষায় নেগেটিভ হওয়ার সংবাদে ভেড়ামারার সর্বস্তরের দলীয় নেতা-কর্মী,
শুভাকাঙ্খীসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। করোনা ভাইরাসে
পজিটিভ হওয়ার পর থেকে কঠোর স্বাস্থ্যবিধি আর সরকারি নির্দেশনা মোতাবেক
পারিবারিক আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। এসময় চিকিৎসকদের পরামর্শ আর
মেয়রের সহধর্মিণী সাবিনা ইয়াসমিন পুতুল আর অনুজ সহোদর সাজেদুল ইসলাম পলাশ'র
নিবিড় তদারকিতে প্রত্যাশিত সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ভেড়ামারা
পৌরবাসীর নয়নের মণি, সবার প্রিয় আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। আজ সন্ধ্যার
পর নেগেটিভ ফলাফল পেয়ে পৌরমেয়র ছানা ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে
মোবাইল ফোনে কুশল বিনিময় কালে তাঁর এই শারীরিক সংকটকালীন সময়ে তাঁর পাশে
দাঁড়িয়ে এবং তাঁকে সাহস জোগানোসহ সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য নেতৃবৃন্দের
প্রতি কৃতজ্ঞতা জানান, বিশেষ করে চলমান করোনাযুদ্ধের সিপাহসালার ভেড়ামারা
উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ মহোদয়কে প্রাত্যহিক
অসংখ্যবার তাঁর খোঁজখবর রাখার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানান মেয়র আলহাজ্ব
শামিমুল ইসলাম ছানা।
0 Comments