Random Posts

ভেড়ামারা পৌরসভার ২কাউন্সিলরসহ ৯জন করোনা পজিটিভ সনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারায় ৯জন নতুন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। বুধবার সন্ধ্যার পর কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে। সনাক্ত হওয়া ৯জনের নাম ও পরিচয়। তারা হলেন (১) আব্দুল করিম (দঃরেলগেট), (২) মোঃ সোলাইমান (নওদাপাড়া, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর), (৩) মিজানুর রহমান, (নওদাপাড়া ৩নং ওয়ার্ড কাউন্সিলর), (৪) বজলু (নওদাপাড়া, পৌরসভার স্টাফ), (৫) আঃরহমান (১২মাইল), (৬) রুহুল আমীন (চাঁদগ্রাম), (৭) মনোয়ার (১২মাইল), (৮) শাহীন (১৬দাগ) ও (৯) রোকেয়া বেগম (হিড়িমদিয়া, চাঁদগ্রাম)। আজকের নতুন সনাক্ত ৯জনসহ ভেড়ামারা উপজেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩।

Post a Comment

0 Comments