চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে তকী তাহসিন ধ্রব গোল্ডেন জিপিএ-৫পেয়েছে। তকী ৫ম শ্রেণি এবং ৮ ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ভেড়ামার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ ও সরকারি ভেড়ামারা পাইলট বালিকা বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক হামিদা পারভীন এর ছেলে তকী তাহসিন ধ্রæব। তকী ভবিষ্যতে সত্যিকার মানুষের মতো মানুষ হতে পারে এজন্য সকলের নিকট দোয়া কামনা করেছে।
0 Comments