Random Posts

কুমারখালিতে রান্নাঘরে গোখরা সাপ


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার কুমারখালীতে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে দুটি গোখরা সাপ ও ২৬টি ডিম উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতপাড়া গ্রামের জসিম মাস্টারের বাড়ির রান্নাঘর থেকে স্থানীয়দের সহায়তায় সাপ দুটিকে উদ্ধার করেন সাপুড়ে আল আমিন।
জসিম মাস্টার জানান, একটি সাপ দেখে সাপুড়েকে খবর দেওয়া হয়। দুপুরে সাপুড়ে আল আমিন এসে রান্নাঘরের মাটি খুড়ে দুটি গোখরা সাপ ও সাপের ডিম উদ্ধার করে।
সাপুড়ে আল আমিন জানান, গোখরা সাপদুটি ঘরের মেঝের নিচে ডিম পেড়ে সেখানে বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছিল। দুটি বিষধর গোখরাসহ ২৬টি ডিম উদ্ধার করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ডিমগুলো ফুটে বাচ্চা হতো বলেও জানান সাপুড়ে।

Post a Comment

0 Comments