Random Posts

ভেড়ামারায় জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া যুবকের করোনা পজিটিভ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারায় জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া নিমাই (৩২) করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত ছিলেন। শুক্রবার রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন করোনা ‘পজিটিভ’ আসে। একই সময়ে প্রকাশিত নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় ৭ ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ২১ জনের করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভেড়ামারারই ১০ জন, যা উপজেলায় এক দিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড।
ভেড়ামারায় শনাক্ত ১০ জনের মধ্যে রয়েছেন মারা যাওয়া যুবক নিমাই। তিনি ভেড়ামারা পৌরসভার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা। পেশায় মুদি দোকানদার ছিলেন। জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিমাই গত মঙ্গলবার মারা যান। মারা যাওয়ার পরপরই নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই উপজেলায় মোট শনাক্ত ১০ জনের মধ্যে পাঁচজনই ব্যাংক কর্মকর্তা।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ বলেন, নিমাইয়ের পরিবারের অন্তত সাত থেকে আটজন জ্বরে আক্রান্ত। তাঁদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) অবস্থায় আছে। সবার নমুনা সংগ্র্র করা হচ্ছে। এ ছাড়া সোনালী ব্যাংকের স্থানীয় শাখা লকডাউন করা হয়েছে।

Post a Comment

0 Comments