Random Posts

মিরপুরে মাদকসহ যুবদল নেতা আটক

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মিরপুরে দুই হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ ফার্মেসী মালিক গোলাম কিবরিয়া (৩৫) নামে এক যুবদল নেতা আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন “মোল্লা ফার্মেসী” থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল মিরপুরের মোল্লা ফার্মেসীতে অভিযান চালায়। এসময় তার কাছ থেকে দুই হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্ডা) উদ্ধার করা হয়। আটককৃত গোলাম কিবরিয়া মিরপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রফি মোল্লার ছেলে।

Post a Comment

0 Comments