Random Posts

আজ সোমবার কুষ্টিয়ায় ১১ জন নতুন করোনা রোগী শনাক্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২২ জুন ২০২০ কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ১জন ও খোকসা উপজেলায় ৩ জন মোট ১১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ১ জন  ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা চৌড়হাস ১ জন, পূর্ব মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, মারকাস গলি ১ জন, চর আমলাপাড়া ১ জন।কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খয়েরছাড়া, মথাপাড়া।দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহেশকুণ্ডি।মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা ছাতিয়ান।খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।


Post a Comment

0 Comments