Random Posts

ভেড়ামারা উপজেলার ১০০ জন স্বর্ণকারকে মানবিক সহায়তা দিলেন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \\ দেশে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পেশাজীবি ভেড়ামারা উপজেলার ১০০ জন স্বর্ণকারকে মানবিক সহায়তা দিলেন ভেড়ামারার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হান্নান।

আজ সকালে ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফের কাছে উপজেলার ১০০ জন স্বর্ণকারের মানবিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া।
ভেড়ামারা উপজেলার ১০০ জন স্বর্ণকারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ আলহাজ্ব আব্দুল হান্নানের দেওয়া মানবিক সহায়তা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ।
মানবিক সহায়তা দেয়ায় বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল হান্নানকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানান ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ।

Post a Comment

0 Comments