Random Posts

ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জুয়েল’র রতœগর্ভা ছোট মায়ের ইন্তেকাল

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল’র ‘রতœগর্ভা ছোট মা (চাচি) বেগম শামসুন নাহার সামাদ (৮৫) ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহে ওয়া ইন্নি ইলাইহে রাজেউন)। শুক্রবার (২৯ মে) সাভার সিএমএইচ এ বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার রাত ১২ টায় সাভার অরুণাপল্লী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি তার ৯ সন্তানের সফল মাতা হিসেবে সকল ছেলেদের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন। ৪০ বছর আগে মরহুম ক্যাপ্টেন এম এ সামাদের ইন্তেকালের পর তিনি অত্যন্ত দক্ষতার সাথে সব ছেলেদের মানুষ হিসেবে গড়ে তুলেন। সন্তানদের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলার জন্য ২০০৪ সালে তিনি ‘রতœগর্ভা মা’ পুরষ্কারে ভূষিত হোন। তিনি ৯ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুন।

Post a Comment

0 Comments