Random Posts

ভেড়ামারায় সামাজিক সংগঠন অভিযাত্রী এর মহৎ কাজ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারার একটি সামাজিক সংগঠন "অভিযাত্রী"। সমসাময়িক করোনা-পরিস্থিতিতেও
ভেড়ামারা উপজেলার অসহায় এবং খাদ্য সঙ্কটে থাকা মানুষের মাঝে ১ম দফায় ১ম রমজান  (২৫/৪/২০২০) রমজানের খুশি-১। ২য় দফায় (৫/৫/২০২০) "রমজানের খুশি-২। ৩য় (২৩/০৫/২০) দফায় "ইদের খুশি" কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সামর্থ্যহীন অসুস্থদের সেবার লক্ষ্যে অর্থ, ঔষধ এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়াচ্ছে। অভিযাত্রী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা এখন পর্যন্ত (১ম দফায় ৫৩, ২য় দফায় ৮৩ এবং ৩য় দফায় ৫১)টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী  পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তারা তাদের সার্মথ্য অনুযায়ী মানুষের সেবাই ছাত্রজীবনের জমানো অর্থ, শক্তি-সার্মথ্য ব্যয় করতে চায়। এছাড়াও অরাজনৈতিক-অসাম্প্রদায়িক-অলাভজনক সংগঠন হিসেবে মানুষকে সেবা পৌঁছে দিতে এবং অপরকে উৎসাহ যোগাতে চায়।
মানুষের পাশে থাকবেন।। করোনা কে নির্মুল করে মানুষের জয় হবেই হবে।। আপনার সহযোগীতায় পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।। ভয় নয় সতর্ক থাকুন।

Post a Comment

0 Comments