Random Posts

বিয়ে করলেন করোনা রোগী, শ্বশুরবাড়ি লকডাউন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারার এক যুবক চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। উপসর্গ দেখা দেওয়ায় গত ২৩ মে ঢাকায় করোনা শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করতে দিয়েই গ্রামের বাড়িতে চলে আসেন তিনি।
এসেই ২৪ মে লুকিয়ে বিয়ে করেন পাবনার ঈশ্বরদীতে। বৃহস্পতিবার (২৮ মে) বউ নিয়ে শ্বশুরবাড়িতে যান রাসেল। শুক্রবার (২৯ মে) সকালে তার নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। এ খবর জানার পরেই ঈশ্বরদী থেকে নতুন বউ নিয়ে ভেড়ামারায় এসেছেন ওই যুবক। করোনা আক্রান্ত ছেলের সাথে বিয়ে দিয়ে বিপাকে পড়েছে মেয়ের পরিবার। বিষয়টি জানাজানি হওয়ার পর ঈশ্বরদী থানা পুলিশ ওই বাড়িটি লকডাউন করেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানিয়েছেন, বর্তমানে নবদম্পতি ভেড়ামারায় অবস্থান করছে। বর করোনা পজিটিভ হওয়ায় আমরা তার শ্বশুরবাড়ি লকডাউন করেছি। ওই বাড়ির সবার নমুনা সংগ্রহ করা হবে।
ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, ‘ওই যুবক করোনা পজিটিভ এমন কোনো তথ্য অফিসিয়ালি আমাদের কাছে আসেনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঈশ্বরদী থানা যদি আমাদের সহযোগিতা চায়, তাহলে আমরা দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ১৪ জন।

Post a Comment

0 Comments