Random Posts

কুষ্টিয়ায় কুয়া থেকে বৃদ্ধাকে উদ্ধার

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \\ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পরিত্যক্ত কুয়ার মধ্যে পড়ে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ওই বৃদ্ধার নাম জাহানারা বেগম (৬৮)। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর।
তিনি জানান, সকালে ওই এলাকায় অসাবধানতাবশত কুয়ার মধ্যে পড়ে যান জাহানারা বেগম। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ওই কুয়ার গভীরতা অন্তত ৩০ ফিট রয়েছে। ওই বৃদ্ধার তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানান কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর।

Post a Comment

0 Comments