Random Posts

ভেড়ামারা রেলষ্টেশনে অর্ধশতাধিক ছিন্নমুল আটকা পড়া অভুক্ত ব্যাক্তিদের রাতের খাবার প্রদান

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুল ইসলাম মনা’র উদ্যোগে বৃহস্পতিবার রাতে রেলষ্টেশনে রান্না করা অর্ধশতাধিক ছিন্নমুল আটকা পড়া অভুক্ত ব্যাক্তিদের রাতের খাবার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক  প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিপুজ্জামান লিপটন সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার, ডাঃ কামরুল ইসলাম মনা, কোষাদক্ষ্য আব্দুল আলিম, জয়যাত্র টেলিভিশনের প্রতিনিধি সাইফুল ইসলাম, মাসুদ রনা লেবু, রাসেল আহমেদ প্রমুখ।
ভেড়ামারা রেলষ্টেশনে রান্না করা অর্ধশতাধিক ছিন্নমুল আটকা পড়া অভুক্ত ব্যাক্তিদের রাতের খাবার প্রদান করেন।

Post a Comment

0 Comments