মোশারফ হোসেন কুমারখালী \\ কুমারখালী পৌর এলাকার করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে
ঘরে থাকা কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ২ য় বার ত্রাণ বিতরণ করেছেন
কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, পৌর ৩ নং ওয়ার্ডে এ ত্রাণ
বিতরণ করা হয়। দুস্থ প্রতিটি পরিবারকে সরকারি তহবিল থেকে ১০ কেজি করে
চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও সাবান ত্রাণ হিসেবে বিরতণ করা হয়। মঙ্গলবার
সকালে পৌর মেয়র সামছুজ্জামান অরুণ এর নেতৃত্বে দরিদ্র মানুষের ঘরে ঘরে
ত্রাণ পৌঁছে দেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ হারুন তার এলাকায়।
এই সময়ে তিনি বলেন মেয়রের নির্দেশে তার প্রদত্ত ত্রাণ ঘরে থাকা কর্মহীন
দরিদ্র মানুষের কাছে নিজে গিয়ে পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, আমি সব সময়
দরিদ্র মানুষের পাশে রয়েছি। তাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি। আজ
তাদের কাছে নিজের হাতে ত্রাণ পৌঁছে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এর
পর সকালে পৌর মেয়র ১ নং কুমারখালী পৌর ৩ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন ।
এই সময়ে উপস্থিত ছিলেন প্যালেন মেয়র হারুন অর রশিদ
হারুন ,কাউন্সিলর মাহাবুব আলম বাবু, এলঙ্গি তিন রাস্তার মোড় এলাকায়
সামাজিদ দুরত্ব বজায় রেখে ত্রাণ বিরতণ করা হয়।
0 Comments