Random Posts

খোকসায় শিশু ধর্ষণের অভিযোগে অটোচালক আটক

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \\  কুষ্টিয়ার খোকসায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী সজিব (২০) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজিব উপজেলার উথুলী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল বিকালে বাড়ির পাশে ওই শিশুটি ছাগলের জন্য ঘাস কাটতে গেলে প্রতিবেশী অটোচালক সজীব ঘাস কেটে দেওয়ার নাম করে ঘাসক্ষেতের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। পরে রক্তাত্ব অবস্থায় শিশুটি তার মায়ের কাছে বিষয়টি বলে। লোকলজ্জার ভয়ে শিশুটির মা কাউকে না বলে বাড়িতে রেখে দেয়। পরে রবিবার রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।
শিশুটির বাবা রাতেই পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন। মৌখিক অভিযোগের প্রেক্ষিতে খোকসা থানা পুলিশ খোলা মাঠের ভুট্টা ক্ষেতে ঘুমন্ত অবস্থায় সজীবকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সজিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments