মোশারফ হোসেন কুমারখালী \\ কুমারখালী চরজগনাথপুর গ্ৰামে সালাম প্রামাণিকের
প্রায় ৩ শতাধিক কলা ও কলা গাছ কেটে ফেলার অভিযোগ করেন সালাম প্রামাণিক
তিনি জানান আমার সঙ্গে পূর্ব শত্রুতার কারণে আমর কলা বাগানে থেকে কলা কেটে
নিয়ে গেছে কিতাব সর্দার গ্ৰাম খাসচর আল্লাল সর্দার ও তার লোকজন। এতে করে
আমার ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতি করা হয়েছে। অপরদিকে এই অভিযোগ
অস্বীকার করেছেন কিতাব সর্দার তিনি জানান আমি সালাম প্রামাণিক কলা বাগান
চিনিনা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সূত্র মতে জানা যায় গত
২৯/৪/২০ ইং তারিখে সকাল ১১ টা ৩০ মিনিটে সময় ২০-২৫ জন লোকজন কলা বাগানে
এসে এলোপাথাড়ি ভাবে কলা কাটতে থাকে , এবং কলা কেটে নিয়ে গেছে। এই বিষয়ে
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত সালাম প্রামাণিক থানায়
একটি অভিযোগ দায়ের করেছেন।
0 Comments